২৬.০৬°সে, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


ডেস্ক নিউজ:

রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার রাতে কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হলেও পরের দিন বুধবার সকালে ১২০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, শান্তিনগর, মালিবাগ ও মগবাজারের দিলু রোডে ভ্রম্যমাণ কাঁচা বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে ১২ ঘণ্টার ব্যবধানে দ্বিগুণ দাম বেড়েছে কাঁচামরিচের। সেপ্টেম্বর মাসে সরবরাহ ভালো হওয়ার কারণে ৩০০ টাকা থেকে ২৪০ টাকা কমে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হয়। তবে সোমবারের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অজুহাত দেখিয়ে দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

মগবাজার এলাকার ভ্রাম্যমাণ সবজি দোকানি স্বপন আহম্মদ বলেন, বাজারে অন্য বছরের তুলনায় এ বছর সবজির দ্বিগুণ দাম। আমরাতো চাই কাঁচামরিচ কম দামে বিক্রি করতে।

স্বপন বলেন, কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ টাকা থেকে নেমে ৬০ টাকা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্য দেশের বিভিন্ন সড়কে যান-চলাচল বন্ধ থাকায় কাঁচামরিচ রাজধানীতে আসেনি। ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে কাঁচামরিচ।

শান্তিনগর এলাকার কাঁচা মরিচ ক্রেতা মো. আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বাসায় যাওয়ার সময় শান্তিনগর এলাকার একটি সবজি দোকানে কাঁচামরিচের কেজি ৬০ টাকা শুনে গেলাম। ভাবলাম সকালে কিনবো। কিন্তু সকালে কিনতে গিয়ে শুনি ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর কতো কারসাজি করবে ব্যবসায়ীরা! এ রকম কারসাজি তো মানায় না।

মগবাজার এলাকার ক্রেতা মো. আমিনুল ইসলাম বলেন, প্রতিদিন বাজারে যাই কিছু না কিছু কিনতে। কাঁচামরিচের প্রতি কেজি ৬০ টাকা শুনে খুশি হয়েছিলাম। কিন্তু আজকে বুধবার বাজারে গিয়ে রাগ হয়েছে ব্যবসায়ীদের প্রতি। যে যুক্তি মানায় না সেই যুক্তি দিয়ে দ্বিগুণ দামে বিক্রি করছে কাঁচামরিচ।

মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের দেশে কালোবাজরি, কারসাজি, সিন্ডিকেট নিয়ে ব্যস্ত থাকেন ব্যবসায়ীরা।

মগবাজার এলাকার সবজি বিক্রেতা আফজাল হোসেন বলেন, আমাদের কিছু করার নেই। সব দোকানে ১২০ টাকা করে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমি যদি ১২০ টাকা করে বিক্রি না করি অন্য ব্যবসায়ীরা আমার সঙ্গে ঝামেলা করবে।

মো. মিজান মিয়া নামে আরেক ক্রেতা বলেন, কাঁচামরিচের দাম কমেও কমলোনা। এইদেশের ব্যবসায়ীরা একটা কিছুর ইস্যু পেলেই বাজারে শুরু করে দেয় কারসাজি।


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত channelgtv.com | উন্নয়নে সিনোফা সফট
error: Content is protected !!